লো–লাইটে চমৎকার পারফরমেন্সের পাশাপাশি মাল্টি–ক্যামেরা সেট আপ উন্নত করার মাধ্যমে অনেকদূর এগিয়ে গিয়েছে স্মার্টফোনের প্রযুক্তি। বর্তমানে, ছবি তোলার ক্ষেত্রেও আমাদের অনেকেই স্মার্টফোনই বেছে নিচ্ছেন। অনেক ক্ষেত্রে স্মার্টফোন পয়েন্ট–অ্যান্ড–শ্যুট ক্যামেরাকেও সেকেলে করে দিয়েছে।
অনেকগুলো সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে স্মার্টফোনের ক্যামেরা চমৎকার সব ছবি ধারণ করে। স্মার্টফোনের ঝকঝকে ছবির পেছনে মেগাপিক্সেল অর্থাৎ রেজ্যুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও, মেগাপিক্সেলই দুর্দান্ত ছবির পেছনে একমাত্র বিষয় নয়; একটি চমকপ্রদ ছবির জন্য অন্যান্য প্রযুক্তিরও প্রয়োজন রয়েছে। রেজ্যুলেশন ছাড়াও স্মার্টফোনের অন্যান্য নানা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রয়েছে, যা ছবিকে করে তোলে নিখুঁত।
বাংলাদেশে প্রথমবারের মতো এফ২১ প্রো’তে যুগান্তকারী আইএমএক্স৭০৯
প্রযুক্তিপ্রেমী যেসব ব্যবহারকারী স্মার্টফোনে চমৎকার সব ফটোগ্রাফি ফিচার খোঁজেন, তাদের জন্য অপো আগামী ১০ এপ্রিল অপো উন্মোচন করতে যাচ্ছে এর নতুন স্মার্টফোন অপো এফ২১ প্রো। এ ডিভাইসটিতে আইএমএক্স৭০৯ ও আরজিবি সেন্সর টেকনোলজির ওপরে গুরুত্ব দেয়া হয়েছে। আইএমএক্স৭০৯ দেশের প্রথম সনি আইএমএক্স৭০৯ সেলফি সেন্সর, যা ডিজাইন করেছে অপো এবং তৈরি করেছে সনি। প্রথমবারের মতো আইএমএক্স৭০৯ সেন্সর স্মার্টফোনের সামনের ক্যামেরার মান উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
এফ২১ প্রো’র সেলফি পারফরমেন্সের মান বাড়াবে অতিরিক্ত লাইট
নিখুঁত, ঝকঝকে ও উজ্জ্বল ছবির জন্য ইমেজ সেন্সর দিয়ে অতিরিক্ত লাইট যাওয়া প্রয়োজন। সেন্সর টেকনোলজি নিয়ে গবেষণার কারণে স্মার্টফোনের চমৎকার ছবি নিশ্চিতে অপো নিরলসভাবে উদ্ভাবনী উপায়ে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এক্ষেত্রে, এমন একটি প্রচেষ্টা হচ্ছে আরজিবিডব্লিউ (রেড, গ্রিন, ব্লু ও হোয়াইট) পিক্সেল ডিজাইন। অপো ২০১৫ সাল থেকেই আরজিবিডব্লিউ ডিজাইন ব্যবহার করে যাচ্ছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি লাইট সেনসিটিভিটি বৃদ্ধি করতে পেরেছে প্রায় ৩২ শতাংশ। ২০১৯ সালে, অপো’র ইমেজিং আরঅ্যান্ডডি টিম কাগজে কোয়াড্রা বাইনিং পদ্ধতির অনুপ্রাণিত হয়েছিলো। যেখানে প্রতিটি লাল, সবুজ এবং নীল পিক্সেলে দু’টি সাদা সাব–পিক্সেল যুক্ত করা হয়, যাতে প্রতিটি পিক্সেল তাদের নিজ ‘রঙের’ সিগন্যাল এবং সাদা রঙের সিগন্যালের সকল স্পেক্ট্রাম শনাক্ত করতে সক্ষম হয়। পাশাপাশি, রিসার্চ টিম কাগজে ডিটিআই (ডিপ ট্রেঞ্চ আইসোলেশন) প্রযুক্তি প্রয়োগ করেন, যাতে প্রতিটি পিক্সেল বাইরের কোনো প্রভাব ছাড়াই স্বতন্ত্রভাবে থাকতে পারে।
আরজিবিডব্লিউ প্রযুক্তি উন্নয়ন ও উৎকর্ষে নিয়ে যেতে এবং অপোর একশোর বেশি ইমেজিং ইঞ্জিনিয়ারের নিরলস প্রচেষ্টার মাধ্যমে অপো নিজেরা ৮৭টি পেটেন্ট অর্জন করেছে।
এফ২১ প্রো’র সেলফি ক্যামেরার বিবর্তন
সঠিক এক্সপোজার, নিখুঁত ডিটেইল নিশ্চিত করার মাধ্যমে অপো সেলফি ক্যামেরা ব্যবহারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে, বিশেষ করে যখন ব্যবহারকারী অন্ধকার পরিবেশে ছবি তোলার ক্ষেত্রে। এছাড়াও, অপো এফ২১ প্রো দিয়ে ব্যবহারকারীরা অন্ধকার পরিবেশেও যেকোনো অ্যাঙ্গেলে ঝকঝকে ছবি তুলতে পারবেন।
আইএমএক্স৭০৯ ও আরজিডব্লিউ–তে রয়েছে যুগান্তকারী পিক্সেল অ্যারে ডিজাইন, সাথে সাদা পিক্সেল। আইএমএক্স৭০৯ স্ট্যান্ডার্ড আরজিবিডব্লিউ সেন্সরের চেয়ে ৬০ শতাংশ বেশি আলো ধারণ করতে পারবে, পাশাপাশি নয়েজ কমাবে ৩৫ শতাংশ পর্যন্ত। যার ফলে অল্প আলোতেও ছবি হবে আরও বেশি নিখুঁত ও উজ্জ্বল।
আরজিবিডব্লিউ প্রযুক্তির মাধ্যমে সেলফি পারফরমেন্স অপ্টিমাইজ করবে এফ২১ প্রো
এ স্মার্টফোনে সেলফি ক্যামেরার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে। নিজেদের ডেভেলপ করা আরজিবিডব্লিউ প্রযুক্তির মাধ্যমে অপো সেলফি ক্যামেরার কোয়ালিটিতে অনন্য মাত্রা যোগ করেছে।
আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন অপো এফ২১ প্রো ব্যবহারকারীদের দিবে তাদের স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখার অফুরন্ত স্বাধীনতা, এক্ষেত্রে ছবি তোলার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেনো।
নিখুঁত ও উজ্জ্বল এইচডিআর সেলফির জন্য এফ২১ প্রো
এফ২১ প্রো’তে সেলফি এইচআরডি হচ্ছে আইএমএক্স৭০৯ ভিত্তিক এবং এতে রয়েছে এআই এইচডিআর সল্যুশন এবং উদ্ভাবনী হার্ডওয়্যার ও সফটওয়্যার। অপো এফ২১ প্রো’র সেলফি এইচডিআর সুবিধা ও আইএমএক্স৭০৯ সেন্সর ব্যবহারীদের নিখুঁত, উজ্জ্বল ও ঝকঝকে ছবি ধারণ করার সুযোগ করে দিবে, অনেক আলোতেও ছবি আসবে প্রাণবন্ত। অ্যালগরিদমের মাধ্যমে সর্বোত্তম মানসম্পন্ন সেলফি নিশ্চিত করতে অপো এফ২১ প্রো।