চলতি মাসে ইনফিনিক্স তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে – ইনফিনিক্স জিরো আল্ট্রা৷ মোটামোটি বেশ বড় আকারের ডিসপ্লে যুক্ত এই ফোনটি বাজারে পাওয়া যাবে ৮/২৫৬ ভ্যারিয়েন্টে৷
চলুন জেনে নেওয়া যাক ফোনটির ছোট্টো একটি সাম্ভাব্য স্পেসিফিকেশন!
বডিঃ
আকৃতিঃ 165.5 x 74.5 x 8.8 মি.মি.
ওজনঃ ২১৩ গ্রাম
ডুয়েল সিম স্লট
ডিসপ্লেঃ
ব্যবহার করা হয়েছে একটি এইচডি এমোলেড ডিসপ্লে।
এটি একটি ৬.৮ ইঞ্চির বিরাট ডিসপ্লে
ডিসপ্লে রেজুলেশন ১০৮০×২৪০০
পিপিআই ডেনসিটি- ৩৩১
মাল্টি টাচস্ক্রিন সুবিধা
রয়েছে ১২০ হার্জের একটি রিফ্রেশ রেট প্যানেল।
পারফর্ম্যান্স ও হার্ডওয়্যারঃ
অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১২৷
চিপসেট হিসেবে থাকবে – মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০
৮ জিবি র্যাম
২৫৬ জিবি রোম – এছাড়াও থাকছে একটি ডেডিকেটেড সিম স্লট
ক্যামেরাঃ
ইনফিনিক্সের এই ফোনটির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা।
প্রাইমারী ক্যামেরা হিসেবে এখানে ব্যববার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
সেকেন্ডারী ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা৷
ভিডিও ধারণ করা যাবে সম্পূর্ণ ফোর’কে রেজুলেশনে৷
ব্যাটারীঃ
খুব সম্ভবত ৪৫০০ mAh এর একটি লিথিয়াম-পলিমার ব্যাটারী ব্যবহার করা হবে ডিভাইজটিতে৷ সাথে থাকবে ১৮০ ওয়াটের একটি চার্জার!
ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি! তবে gadgetnow এর তথ্য অনুযায়ী এর দাম ৩০,০০০ ইন্ডিয়ান রুপিসের কাছাকাছি থাকবে!