বর্তমান বিশ্বে ডেইরি ফার্মিং বৃদ্ধি পাচ্ছে মানুষ এ কাজের প্রতি আগ্রহান্বিত হচ্ছে এবং নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেইরি ফার্ম কে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর যেহেতু বর্তমান বিশ্ব রোবটের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সকল স্তরেই প্রায় রোবট ব্যবহৃত হচ্ছে সেই হিসেবে ডেইরি ফার্মগুলোও আর রোবট ব্যবহারে পিছিয়ে নেই।
Pharm Robotics বা ফার্ম রোবটিক্সঃ
Pharm Robotics বা ফার্ম রোবটিক্স আমেরিকান একটি ডেইরি স্টার্ট আপ যারা টিকা ও প্রজনন শট দেওয়ার সঠিক উপায় সম্পর্কে নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করে থাকে।
যেহেতু প্রতি বছর গরুকে কয়েক হাজার টিকা এবং প্রজনন শট দেওয়ার প্রয়োজন পড়ে । সেইসাথে আবার বিভিন্ন শটগুলির প্রয়োজন অনুসারে পশু সনাক্তকরণ করতে হয়। যেমন সুস্থ পশু, অসুস্থ পশু, গাভী বা বাছুর ইত্যাদি পশুকে সনাক্ত করার চ্যালেঞ্জ থাকে যার ফলে ভ্যাকসিন প্রদান করায় সমস্যার সৃষ্টি হতে পারে। সেই লক্ষ্যেই এই সমস্যা সমাধানের জন্য, ফার্ম রোবোটিকস দুগ্ধজাত গরুগুলিতে ভ্যাকসিন এবং প্রজনন পণ্যগুলির মধ্যে ওষুধজাতীয় পণ্য পরিচালনার জন্য সুরসোট নামে একটি পেটেন্ট রোবোটিক ইনজেকশন সিস্টেম তৈরি করেছে।
স্যুরশট ব্যবহার করে কম সময়ে শ্রম লাগবের দ্বারা সহজেই গরুর যত্ন নেওয়া যায় যা বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করেতে সহায়তা করে।
ডেইরিমাস্টারঃ
আয়ারল্যান্ড ভিত্তিক একটি ডেইরি স্টার্ট আপ কোম্পানীর নাম হলো ডেইরিমাস্টার। বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যাকে টেকসই খাবার সরবরাহের চিন্তা থেকেই মূলত এই ডেইরি স্টার্ট আপ গঠিত হয়েছে ।
৯০ টিরও বেশি প্যাটেন্ট দায়ের করা এই স্টার্ট আপ কোম্পানী ফার্মিং ইন্ড্রাস্টিতে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ফার্মকে উন্নত ও বর্ধিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৃষকরা সহজেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুধের ফলন বাড়াতে পারে। দ্রুত সময়, কম জনশক্তি ও শ্রম হ্রাসের মাধ্যমে প্রযুক্তির দ্বারা পশুর স্বাস্থ্য ও আনুষাঙ্গিক তথ্য পর্যালোচনার মাধ্যমে ডেইরি ফার্মের সকল প্রতিকূলতা মোকাবেলা করে কৃষকেরা যেন সুস্থ সবল পশুর দ্বারা ফার্ম গঠন করতে পারে এবং নিজের ভবিষ্যত উন্নত করতে পারে ও জনসাধারণের মাঝে টেকসই নিরাপদ দুগ্ধপণ্য তুলে দিতে পারে সে লক্ষ্যেই ডেইরিমাস্টার কাজ করে যাচ্ছে।
ডেইরিমাস্টার সাধারণত মিল্কিং সরঞ্জাম,পশুকে খাওয়ানোর সরঞ্জাম, খামারে ব্যবহৃত আবর্জনা ও গোবর থেকে স্বয়ংক্রিয় সার তৈরির সরঞ্জাম, সার স্ক্র্যাপস, দুধ শীতল ট্যাঙ্কস ইত্যাদি ক্কেত্রে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করার জন্য আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে।
DairyCOMP 305
ডেইরি স্টার্ট আপ DairyCOMP 305 দুগ্ধ শিল্পের সবচেয়ে উন্নত অন-ফার্ম ডেইরি ফার্ম পরিচালনা সফ্টওয়্যার প্রোগ্রাম। DairyCOMP 305 সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অন্য কোনও পদ্ধতির চেয়ে দ্রুত, সহজ গরুর সকল প্রয়োজনীয় তথ্য, যেমন- প্রজনন, উত্পাদন এবং স্বাস্থ্যের খবরাখবর সহজেই জানা যায়। মূলত এই সফটওয়ারের দ্বারা সহজেই সারাক্ষণ গরুরপালে নিরীক্ষণ করা সম্ভব হয় ফলে বর্তমান এবং ভবিষ্যতের সকল রেকর্ড বজায় রাখা যায় এবং যেকোন চ্যালেঞ্জিং মোকাবেলা করায় সতর্ক থাকা যায়।
Dairycomp350 এর কিছু বৈশিষ্ট্য নিম্নরূপঃ
দ্রুতগতিঃ এই সফটওয়্যারের দ্বারা দ্রুত সকল তথ্য রেকর্ড করা সম্ভব এবং সকল তথ্যের ডুপ্লিকেট কপিও রাখা যায় ফলে প্রয়োজনের সময় সহজেই একসাথে সকল তথ্য এক্সেস করা যায়।
নমনীয়ঃ এই সফটওয়্যার প্রোগ্রাম সহজেই যেকোন স্টাইলে কাস্টমাইজ করতে পারে ফলে যে কেউ খুব কম সময়েই সফটওয়্যার ব্যবহারবিধি আয়ত্ত্ব করে নিজের ইচ্ছামত স্টাইলে প্রতিটি তথ্য রেকর্ড করতে পারে।
সংযোগ স্থাপনঃ এই সফটওয়্যার দ্বারা সহজেই সকল ডেইরি সেন্টারের সাথে যুক্ত হওয়া যায় এবং উৎপাদন সম্পর্কে জানা যায়। পাশাপাশি এক কম্পিউটার থেকে সহজেই অন্য কম্পিউটারের মাধ্যমে সকল খামারের তথ্যাবলী যুক্ত করা যায়।
নিরাপদ টেকসই খাদ্য ব্যবস্থার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। তাই বিশ্বে বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাদ্য বিশেষ করে দুগ্ধজাতীয় খাবারে আধুনিক প্রযুক্তির ব্যবহার যুগান্তকারী পরিবর্তন সাধন করতে পারে।
লেখক: নাজমুন নাহার নুপুর , কন্টেন্ট রাইটার, সার্চ ইংলিশ লিমিটেড