কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে স্বাস্থ্য খাতে এক নতুন যুগে প্রবেশ করলো বিশ্ব। আর এই যুগান্তকারী পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে চীন।
সম্প্রতি চীন আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিশ্বের প্রথম সম্পূর্ণ এআই-চালিত হাসপাতাল, যেখানে রীতিমতো কাজ করছেন ১৪ জন কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিৎসক। রোগ নির্ণয় থেকে চিকিৎসা পরিকল্পনা—সবই এখন করছে এআই।
ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, গত ৩ মে বিষয়টি একটি টুইট বার্তায় প্রথম প্রকাশিত হয়। এরপর প্রযুক্তি বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট টেকক্রাঞ্চ এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম তা নিশ্চিত করে।
কীভাবে কাজ করবে এই এআই হাসপাতাল?
সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে পরিচালিত এই হাসপাতালটি চীনের গবেষণা ও প্রযুক্তি খাতের যুগান্তকারী সাফল্য।
এখানে কর্মরত এআই চিকিৎসকেরা—
রোগ নির্ণয়ের জন্য বিশ্লেষণ করবেন রোগীর উপসর্গ ও পূর্বের ডেটা
নির্ভুল রিপোর্ট তৈরি করবেন দ্রুততম সময়ের মধ্যে
রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা সাজাবেন
এতে করে সময় ও অর্থ—দুই দিকেই সাশ্রয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রভাব পড়বে ব্লকচেইন ও ক্রিপ্টোতেও
এ উদ্যোগ শুধু স্বাস্থ্য খাতেই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্রিপ্টো টোকেন মার্কেট এবং ব্লকচেইন প্রযুক্তি নিয়েও আগ্রহ বাড়াচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহৃত যেসব ক্রিপ্টো প্রকল্প রয়েছে, সেগুলোর মূল্য দ্রুত বাড়ছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা।
ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় দিকনির্দেশনা
বিশ্লেষকদের মতে, এ ধরনের হাসপাতাল কেবল স্বাস্থ্যসেবাকে আধুনিক করে তুলবে না, বরং মানব-চিকিৎসকের ওপর চাপ কমিয়ে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও গণমুখী করে তুলবে।