সম্প্রতি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি সামনে এসেছিল। এবার ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের ছবি সামনে এনেছে রিয়েলমি। সম্প্রতি রিয়েলমি প্রধান মাধব শেঠ ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।
মঙ্গলবার চীনের এক সোশ্যাল মিডিয়ায় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এই ছবি প্রকাশ করেছে রিয়েলমি। এই ফোনে থাকবে একটি স্যামসাং জিডাব্লু১ সেন্সর। ক্যামেরার পাশেই থাকছে এলইডি ফ্ল্যাশ।
৬৪ মেগাপিক্সেল সেন্সরে তোলা ছবিতে ছবির রেজুলেশন ৬৯১২×৯২১৬ পিক্সেলস।
সম্প্রতি মাধব শেঠ যে ছবি প্রকাশ করেছিলেন সেই একই ছবি চীনের সোশাল মিডিয়ায় পোস্ট করেছে রিয়েলমি। টেট্রাসেল প্রযুক্তির মাধ্যম এই সেন্সরের চারটি পিক্সেল এক হয়ে কম আলোতে ১৬ মেগাপিক্সেল ছবি তুলতে সম্ভব। এর ফলে একটি পিক্সেল এর সাইজ চার গুণ বড় হয় যা ছবিতে বেশী ডিটেল ধরতে সাহায্য করবে।
এছাড়াও এই সেন্সরে থাকছে ১০০ ডিবি রিয়েল টাইম এইচডিআর। এছাড়াও এই সেন্সরের মাধ্যমে ১০৮০ পিক্সেল স্লো মোশন ভিডিও তোলা যাবে। সাথে থাকছে সুপার পিডি পিডিএএফ প্রযুক্তি।
এই ফোন সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। তবে শুরুতে ভারতে উন্মোচন হবে এই ফোন। পরে ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে চীনে পৌঁছাবে এই ফোন।