স্পেশাল এডিশনে উন্মোচন হল রিয়েলমি এক্স। শিঘ্রই চীনে উন্মোচন হবে রিয়েলমি এক্স স্পাইডার-ম্যান: ফার ফরম হোম এডিশন। ৯ জুলাই চীনে এই ফোন উন্মোচন হবে। শুধুমাত্র ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই রিয়েলমি প্রধান মাধব শেঠ এই ফোন উন্মোচনের খবর ট্যুইটারে জানিয়েছেন। এর আগে মে মাসে চীনে উন্মোচন হয়েছিল রিয়েলমি এক্স।
রিয়েলমি এক্স স্পেসিফিকেশন
ডুয়াল সিম রিয়েলমি এক্স ফোনে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির কালার ওএস ৬.০। এই ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য রিয়েলমি এক্স ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
রিয়েলমি এক্স ফোনের ভিতরে রয়েছে ৩,৭৬৫ এমএএইচ ব্যাটারি আর ভোক ৩.০ ফাস্ট চার্জ সাপোর্ট।