কিছুদিন আগেই একটি রিপোর্টে জানা গিয়েছিলো চীনা স্মার্টফোন কোম্পানি, শাওমি দুটো অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোনের উপর কাজ শুরু করেছে, যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
সম্প্রতি এফসিসিতে শাওমি M1906F9SH মডেল নাম্বারে একটি ফোন দেখা লিস্ট হয়েছে। এই ফোনটিই শাওমি এমআই এ৩ নামে লঞ্চ করা হবে। অ্যান্ড্রয়েড ওয়ান এই স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা থাকবে।
এফসিসিতে লিস্ট হওয়া ছবি অনুযায়ী এমআই এ৩ ফোনে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবেনা। এর বদলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এর আগের একটি রিপোর্টে বলা হয়েছিল কোম্পানি শাওমি এমআই এ৩, এমআই এ৩ লাইট লঞ্চ করবে। এই ফোনদুটি এমআই এ২ এবং এমআই এ২ লাইট এর আপগ্রেড ভার্সন হবে। আসুন জেনে নেই এই ফোন দুটির সম্ভাব্য ফিচার ও দাম সম্পর্কে।
এই ফোনে ৬.৩ ইঞ্চি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। যার স্ক্রিন রেজল্যুশন হবে ১০৮০×২৩৪০ পিক্সেল। এছাড়াও এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭০০ প্রসেসর, ৪ জিবি র্যাম ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোন দুটিতে দুর্দান্ত ক্যামেরা ফিচার দেওয়া হবে। পাবেন ৪৮+২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে থাকবে ৪ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি।