সম্প্রতি ১০ ইঞ্চি ট্যাবলেট উন্মোচন করেছিল স্যামসাং। এবার ৮ ইঞ্চি সেগমেন্টে নতুন ট্যাবলেট নিয়ে হাজির দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। শনিবার উন্মোচন হয়েছে নতুন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৮.০ (২০১৯)। নতুন ৮ ইঞ্চি ট্যাবলেটে থাকছে এলটিই কানেক্টিভিটি ও এস পেন সাপোর্ট। ট্যাবলেটের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার আর ২ জিবি র্যাম। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৮.০ (২০১৯) এর সাথে থাকছে ইউটিউব প্রিমিয়াম আর স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৮.০ (২০১৯) এ থাকছে ৮ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। এই ট্যাবলেটে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। ট্যাবলেটের ভিতরে থাকছে কোয়াড কোর চিপসেট, ২ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৮.০ (২০১৯) এর পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে থাকছে ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন, ব্লুটুত ভি৪.২, ইউসবি ২.০ আর ৪জি এলটিই। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ৮.০ (২০১৯) তে থাকছে একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি। এই ট্যাবলেটের ওজন ৩৪৭ গ্রাম।