ক্যালিফোর্নিয়ার ১১ বছর বয়সী এক মেয়ের আইফোন-৬ বিস্ফোরিত হয়ে পুরো ডিভাইস পুড়ে গেছে। আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ফোনটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই কিশোরী কম্বলের ওপর ছুড়ে মারলে কম্বলও পুড়ে যায়।
ওই কিশোরী জানায়, আমি বসে ছিলাম। আমার হাতে ছিল আইফোন। তখনই আমি চারদিকে স্ফুলিং দেখতে পাই। সাথে সাথে আমি ফোনটি কম্বলের উপরে ছুঁড়ে দিই। কম্বলে আগুন লেগে ফুটো হয়ে গেছে।
কিশোরীর মা মারিয়া আদাতা অ্যাপল কাস্টমার কেয়ারে ফোন করলে কোম্পানি এই ঘটনার ছবি তুলে পাঠানোর অনুরোধ করেছে। একই সাথে ফোনটি কোম্পানির কাছে ফেরৎ পাঠানোর অনুরোধ জানিয়েছে অ্যাপল।
মারিয়া বলেন, আমার মেয়ের বড় ক্ষতি হয়ে যেতে পারত। আমি ভাগ্যবান যে ও সুস্থ রয়েছে।
অ্যাপল জানিয়েছে, একাধিক কারণে আইফোনে আগুন লাগতে পারে। থার্ড পার্টি চার্জার ক্যাবল ব্যবহারের কারণে আইফোনে সবচেয়ে বেশি আগুন লাগে।
বছর দুই আগেও একবার আইফোন বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া যায়। সেই সময় আইফোন-৭ মডেলের একটি ফোনের বিস্ফোরণ ভিডিও টুইটারে ভাইরাল হয়।