আরও নতুন চারটি আইফোন আনতে যাচ্ছে অ্যাপল। ২০২০ সালে এ নতুন ফোনগুলো বাজারে আসতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি।
জি নিউজ জানায়, চারটির মধ্যে তিনটি ফোন হবে ওএলইডি স্ক্রিনের। ডিসপ্লে হবে ৫.৪ এবং ৬.১ ইঞ্চির। ফাইভজি প্রযুক্তি এবং থ্রিডি সেন্সিং ক্যামেরা থাকবে ফোনগুলোতে।
আর ফাইভ জি প্রযুক্তি ও ওএলইডি স্ক্রিন থাকছে না চতুর্থ ফোনটিতে। এটি অনেকটা আইফোন এইটের মতো হবে দেখতে।
মঙ্গলবার জিএসএম অ্যারেনা নিউজ পোর্টালে আরও জানানো হয়, নতুন এ আইফোনগুলো বাজারে আনার মধ্য দিয়ে ২০২০ সালে অ্যাপলের বিক্রি ১৯৫ মিলিয়ন টার্গেট করা হয়েছে।