ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি কম্পানি সবার জনা । সনি স্মার্টফোন মার্কেটে কোনো বড় নাম নয় তবে সনির স্মার্টফোন অনেক মার্কেটেই এখনো উপলব্ধ। সম্প্রতি তারা সনি এক্সপেরিয়া ১ নাম একটি স্মার্টফোনও লঞ্চ করেছে। এই ফোনে ৪কে রেজ্যুলেশন সাপোর্ট করে। তবে একটি রিপোর্ট অনুসারে কোম্পানি সনি এক্সপেরিয়া ১ আর এর সাথে ৫কে ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনতে পারে।
একটি জাপানি ওয়েবসাইট, সামহোইনফো এর রিপোর্ট অনুসারে সোনির আপকামিং স্মার্টফোনে ৫০৪০×২১৬০ পিক্সেল রেজ্যুলেশন থাকবে। যেটি ৫কে রেজ্যুলেশন স্মার্টফোন হবে। এইফোনটির নাম দেওয়া হবে সনি এক্সপেরিয়া ১ আর । এই ফোনকে আইএফএ ২০১৯ এ লঞ্চ করা হতে পারে। যদিও নিশ্চিত কোনো খবর নেই তবে এই ফোনের ডিসপ্লে হতে পারে ৬.৫ ইঞ্চি, যার আসপেক্ট রেশিও হবে ২১:৯ ।
আপনাকে জানিয়ে রাখি ২০২০ সালে স্মার্টফোনে আরো চমক অপেক্ষা করছে। সম্প্রতি জানা গেছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার একটি স্মার্টফোন আগামী বছর লঞ্চ করা হবে। এই দাবি করেছে টিপ্সটার Ice Universe । আইস ইউনিভার্স একটি টুইটে জানান আগামী বছরেই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০ এক্স অপটিক্যাল জুমের ফোন লঞ্চ করা হবে।