দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজি চালু হয়েছে। দেশব্যাপী ফোরজি সেবা দিচ্ছে সেলফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো। দ্রুতগতির এ নেটওয়ার্ক সেবা পেতে প্রয়োজন ফোরজি সমর্থিত স্মার্টফোন। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোন কিনবেন?
বাজারে বিভিন্ন দামে দেশী-বিদেশী ব্র্যান্ডের বেশকিছু ফোরজি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সে রকম কয়েকটি ডিভাইস নিয়ে আজকের আয়োজন…
প্রিমো এইচ৮ টার্বো
ওয়ালটনের ৫ দশমিক ৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের ফোরজি সমর্থিত এ ডিভাইসে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির ২ ও ৩ গিগাবাইট র্যাম সংস্করণের দাম যথাক্রমে ৬ হাজার ৮৯৯ ও ৭ হাজার ৯৯৯ টাকা।
প্রিমো এনএফ৪
ওয়ালটনের ৫ দশমিক ৯৯ ইঞ্চি ফুলভিউ আইপিএস ডিসপ্লের এ ফোরজি স্মার্টফোনে ১ দশমিক ২৮ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ১ গিগাবাইট র্যামের এ ডিভাইসে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত (গো সংস্করণ) ডিভাইসটিতে সনির ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর ও ৮ মেগাপিক্সেলের ওমনিভিশন সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৬ হাজার ৪৯৯ টাকা।
ইনোভা
সিম্ফনির ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাটচালিত ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৮ হাজার ৩৯০ টাকা।
সিম্ফনি আই১০০
সিম্ফনির ৫ দশমিক ২ ইঞ্চি এইচডি ২.৫ডি আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ২৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাটচালিত ডিভাইসটিতে ডুয়াল ফ্ল্যাশ সুবিধার ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৮ হাজার ৮৯০ টাকা।
নকিয়া ১ প্লাস
এইচএমডি গ্লোবালের তৈরি নকিয়া ব্র্যান্ডের ৫ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত (গো সংস্করণ) স্মার্টফোনটিতে অটোফোকাস এলইডি ফ্ল্যাশ সুবিধার ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৬ হাজার ৯৯৯ টাকা।
ওয়াই৫ (২০১৯)
হুয়াওয়ের ৫ দশমিক ৭১ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত স্মার্টফোনটিতে পিডিএএফ এলইডি ফ্ল্যাশ সুবিধার ৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা।