চলতি বছর অক্টোবরে নতুন স্মার্টফোন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল উন্মোচন করতে পারে গুগল। এরই মধ্যে সামনে এসেছে ডিভাইসটির বেশ কিছু তথ্য।
চলবে গুগলের নতুন অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেম চলিত এই ডিভাইসটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর।
নতুন পিক্সেল ৪ স্মার্টফোনে থাকবে আগের চেয়ে লম্বা পর্দা। আর দুইটি ডিভাইসেই থাকবে ছয় গিগাবাইট র্যাম ।এর আগে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল স্মার্টফোনে চার গিগাবাইট র্যামের সঙ্গে রাখা হয়েছিল ৬৪ গিগাবাইট বা ১২৮ গিগাবাইট স্টোরেজ ।
বিভিন্ন সূত্র থেকে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, পিক্সেল ৪-এর পেছনে রাখা হবে বর্গাকার ক্যামেরা মডিউল। এ যাবৎ সবগুলো পিক্সেল ডিভাইসে একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করলেও এইবার দুইটি ক্যামেরা সেন্সর রাখতে পারে গুগল।
ডিভাইসটি নিয়ে এমন তথ্যও শোনা গেছে যে, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ৩ডি ফেইস আনলকিং মডিউল রাখা হবে। ডিভাইসটির নীচের দিকে দুইটি স্পিকার এবং ইউএসবি-সি টাইপ পোর্ট রাখা হতে পারে।