দেশের বাজারে ‘এস১’ নামে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। ক্রেতারা আজ থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত ডিভাইসটি প্রাক-ক্রয়াদেশ দিতে পারবেন। ২৮ হাজার ৯৯০ টাকা দামের ডিভাইসটির সরবরাহ শুরু হবে ২ আগস্ট থেকে।
ভিভোর এস১ সিরিজের প্রথম এ স্মার্টফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটির ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোনটি পাওয়া যাবে ডায়মন্ড ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু রঙে।
৬ দশমিক ৩৯ ইঞ্চি ফুলভিউ এইচডি ডিসপ্লের ৬ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত ১৬, ৮ ও ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইয়ের ওপর ভিত্তি করে তৈরি ফানটাচ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে আছে ওয়াইফাই, এফএম, ব্লুটুথ ৫.০, জিপিএস, এ-জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট।
ডিভাইসটি বিষয়ে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘আমরা সবসময়ই মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নতুন উদ্ভাবনী প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন উপহার দিতে চেষ্টা করি। আমাদের সে প্রচেষ্টারই উদাহরণ ভিভো এস১ মডেলটি।