চীনভিত্তিক শাওমি তাদের রেডমিবুক ১৪ ল্যাপটপের নতুন দুটি সংস্করণ উন্মোচন করেছে। এর ফলে আগের চেয়ে কম দামে মিলবে শাওমির ল্যাপটপ। প্রাথমিকভাবে ল্যাপটপ দুটি চীনের বাজারে ছাড়া হয়েছে। বৈশ্বিক বাজারে কবে মিলবে, সে বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
শাওমির রেডমিবুক সিরিজের নতুন ল্যাপটপে যথাক্রমে অষ্টম প্রজন্মের ইন্টেল কোর-আইথ্রি ও কোর-আইফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ২৫৬ গিগাবাইটের সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। ল্যাপটপটির আগের দুই সংস্করণে ছিল যথাক্রমে ইন্টেল কোর-আইসেভেন ও কোর-আইফাইভ প্রসেসর এবং গ্রাফিকস হিসেবে ছিল এনভিডিয়া জিফোর্স এমএক্স ২৫০ জিপিইউ।
শাওমির রেডমিবুক ১৪ ল্যাপটপের সব সংস্করণে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রয়েছে ডুয়াল ডিটিএস অডিও স্পিকার ও ৪৬ ওয়াটের ব্যাটারি। ডিভাইসগুলোয় কানেক্টিভিটির জন্য আছে ইউএসবি ৩.০, ইউএসবি ২.০ ও এইচডিএমআই পোর্ট।