হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার কিছুদিন আগেই চীনে অনার ৯এক্স উন্মোচন করেছিল। এই সিরিজে আপাতত দুটি ফোন উন্মোচন করা হয়েছে – অনার ৯এক্স এবং অনার ৯এক্স প্রো । আজ চীনে এই ফোনটির ফ্ল্যাশ সেল অনুষ্ঠিত হয়েছিল। কোম্পানির দাবি অনুযায়ী, এই সেলে মাত্র ২ মিনিটে ১ লাখ অনার ৯এক্স সিরিজ বিক্রি হয়েছে। এই দাবি যদি সত্যি হয় তবে ২০১৮ সালে অনার ৮ এক্স এর চেয়ে কম সময়ে দ্বিগুন বিক্রি হলো অনার ৯এক্স ।
বিক্রির আগে ২৪ ঘন্টায় হুয়াওয়ে মল থেকে এই ফোনদুটিকে ১ লক্ষ জন মানুষ প্রিবুকিং করেছিল । আবার JD.com থেকেও এই ফোনদুটি ২৪ ঘন্টার মধ্যে ১ লক্ষ প্রিবুকিং হয়েছিল।
এই সিরিজের ফোনগুলোতে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজ্যুলেশন ১০৮০×২৩৪০ পিক্সেল। এই দুই ফোনে ২.২৭ গিগাহার্টজ কিরিন ৮১০ প্রসেসর আছে। গেমিং এর জন্য এই ফোনে পাবেন জিপিউ টার্বো ২.০।
ক্যামেরার কথা বললে অনার ৯এক্স ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। অনার ৯এক্স প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। যেখানে অনার ৯এক্স এর থেকে অতিরিক্ত ৮ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার কথা বললে এই দুটো ফোনেই ১৬ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা আছে। এই ফোন দুটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ইএমইউআই ১০ অপারেটিং সিস্টেমে চলে। দুটো ফোনেই ৪ হাজার এমএএইচ বব্যাটারি দেওয়া হয়েছে।