সম্প্রতি গেমিং স্মার্টফোনে ব্যবহারের জন্য নতুন হেলিও জি৯০ সিরিজ চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। নতুন এই চিপসেট ব্যবহার করে এবার গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি।বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষনা করেছে চীনের কোম্পানিটি। শাওমি ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন ট্যুইটারে একটি টিজার পোস্ট করেছেন। সেখানে জানানো হইয়েছে শিঘ্রই মিডিয়াটেক হেলিও জি৯০ সিরিজ চিপসেট ব্যবহার করে গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি।
মিডিয়াটেক হেলিও জি৯০ সিরিজ উন্মােচনের সময় স্টেজে জৈন জানিয়েছিলেন হেলিও জি৯০টি চিপসেট ব্যবহার করে গেমিং স্মার্টফোন নিয়ে আসবে শাওমি। এছাড়াও ভারতে গেমিং স্মার্টফোন সম্পর্কে কয়েকটি পরিসংখ্যান দিয়েছিলেন তিনি। ভারতে ২.২ কোটি গেমার রয়েছেন। এরা দিনে অন্তত ৪২ মিনিট গেম খেলেন। ভারত বিশ্বের প্রথম পাঁচটি গেমিং স্মার্টফোন বাজারের একটি। আগামী দুই বছরে ভারতের গেমিং বাজার ১০০ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে।
তবে রেডমি ব্র্যান্ডের অধীনে মিডিয়াটেক হেলিও জি৯০টি চিপসেট সহ স্মার্টফোন উন্মোচন করবে শাওমি। সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে শিঘ্রই গোটা বিশ্বে রেডমি ব্র্যান্ডের অধীনে এই স্মার্টফোন উন্মোচন হবে।