রেডমির প্রধান লু ওয়েবিং সম্প্রতি জানিয়েছেন, রেডমি নোট ৮ আনার কাজ চলছে।
এক উইবো ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তিনি চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে এ কথা জানান। তিনি বলেন, অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে শক্তিশালী হবে ফোনটি।
তবে তিনি রেডমি ৮ সম্পর্কে খুব বেশি তথ্য দেননি। কিন্ত আগামী বুধবার একটি ইভেন্টের আয়োজন করেছে শাওমি। সেখানেই তারা ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার প্রথম ফোন উন্মোচন করবে বলে জানা গেছে।
চলতি বছর বাজারে আসা রেডমি নোট ৭ ও ৭ প্রোতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ছিল। এ জন্য ভক্তদের ধারণা, রেডমি নোট ৭ এর উত্তরসূরি রেডমি ৮ মডেলেও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
সাধারণত ছয় মাস পর পর শাওমি রেডমি নোট সিরিজের ফোন আসে। চলতি বছরের জানুয়ারিতে রেডমি নোট ৭ বাজারে আসে। তবে রেডমি ৮ এর ঘোষণা আসলে বাজার থেকে রেডমি নোট ৭ প্রো হারিয়ে যেতে পারে।