রেডমি নোট ৭ সিরিজের পর রেডমি বাজারে রেডমি নোট ৮ সিরিজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে।এর আগে রেডমি নোট ৮ আনার কাজ চলছে বলে জানিয়েছেন রেডমির প্রধান লু ওয়েবিং। চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে এ কথা জানান তিনি। এক উইবো ব্যবহারকারীর প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে শক্তিশালী হবে ফোনটি।
রেডমি নোট ৮ ফোনের পেছনে চারটি ক্যামেরা ব্যবহার করা হবে। এর মূল ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের। এতে মিডিয়াটেকের নতুন গেমিং প্রসেসর হেলিও জি৯০টি থাকতে পারে।
সম্প্রতি রেডমি প্রধান লু ওয়েইবিং চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে রেডমি নোট ৮ ফোনের পেছনে চারটি ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা গেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ফোনটির উৎপাদন শুরু করেছে।
ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। ফোনের ব্যাটারি বা অন্য কোনো কিছু নিয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।