অনেক দিনের প্রস্তুতি শেষে চিনে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে শাওমি নিয়ে এল তাদের নতুন স্মার্টফোন রেডমি নোট-৮ এবং রেডমি নোট-৮ প্রো। আট সপ্তাহের মধ্যে ভারতে আসবে এই ফোন। এই ফোনের রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯০টি চিপসেট আর কোয়াড ক্যামেরা।
আর সেই ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল সেন্সর। এবার রেডমি নোট-৮ প্রো ফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে ছবি প্রকাশিত হল ইন্টারনেটে। সেই ছবিতে দেখা গিয়েছে প্রসেসর ঠান্ডা রাখার জন্য এই ফোনে বিশেষে মেটাল পাইপ ব্যবহার হয়েছে। লিকুইড কুলিং প্রযুক্তির মাধ্যমে এই ফোনের প্রসেসর ঠান্ডা থাকবে।
ওয়েইবো তে প্রকাশিত এক ছবিতে রেডমি নোট-৮ প্রো ফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে দেখানো হয়েছে। সেখানে ফোনের মিডিয়াটেক হেলিও জি৯০টি চিপসেট সহ বিভিন্ন যন্ত্রাংশ দেখা গিয়েছে। এই প্রথম কোন স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হয়েছে। ছবিতে দেখা গিয়েছে রেডমি নোট-৮ প্রো ফোনে কুইক চার্জ ৩.০ সাপোর্ট থাকছে।