অপো এ৯ ফোনে বড় আপগ্রেড আসছে। সম্প্রতি অপো এ৯ ২০২০ ফোনের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সেখানে এই ফোনের ছবি প্রকাশ করেছে অপো। ছবি তোলার জন্য অপো এ৯ ২০২০ ফোনের পিছুনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই প্রথম কোন অপো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট।
ভিয়েতনামে অপো এ৯ ২০২০ ফোনের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সবুজ ও বেগুনী রঙে এই স্মার্টফোন দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ। ফোন্মের পিছনে চারটি ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা মডিউলের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি। অপো এ৯ ২০২০ ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৮জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল সনি IMX586 সেন্সর। তবে এই ফোনে স্যামসুং আইসোকেল জিএম ১ সেন্সরও ব্যবহার হতে পারে। ফোনের ভিতরে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি।
অপো এ৯ ২০২০ ফোনের দাম ২৫ হাজারের কাছাকাছি হবে।