চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি ২০১৪ সালের তৃতীয় কোয়ার্টার থেকে এখনো পর্যন্ত ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটির বেশি স্মার্টফোন এদেশে এনেছে। এতো কম দিনে ভারতে এতো পরিমান স্মার্টফোন এনে কোম্পানি আবার নতুন রেকর্ড করলো।
আইডিসি ২০১৯ এর সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে, শাওমি জুলাই মাসের শেষেই ১০০ মিলিয়নের মাইলস্টোন স্পর্শ করেছে। আপনাকে জানিয়ে রাখি শাওমি কিছুদিন আগে সারাবিশ্বে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বিক্রি করে রেকর্ড করেছিল। এছাড়াও কোম্পানি বিশ্বের প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন কিছুদিন আগেই চীনে লঞ্চ করেছে।
শাওমি আজ থেকে পাঁচ বছর আগে রেডমি এ ও রেডমি নোট সিরিজের সাথে ভারতে প্রবেশ করেছিল। আর আজ ৫ বছরের মধ্যেই তারা ভারতের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। এর সাথে ভারতে সবথেকে দ্রুত ১০০ মিলিয়ন স্মার্টফোন এনে তাক লাগিয়ে দিলো কোম্পানি। প্রথমে বাজেট ফোনের সাথে স্মার্টফোন মার্কেটে প্রবেশ করলেও এখন শাওমি ফ্ল্যাগশিপ স্মার্টফোনও তৈরী করছে। কিছুদিন আগে কোম্পানি কে সিরিজের দুটি মিড প্রিমিয়াম ফোন লঞ্চ করে।
উল্লেখ্য আইডিসি কিছুদিন আগেই জানিয়েছে ভারতে শাওমির মার্কেট শেয়ার এখন ২৮.৩১ শতাংশ। যদিও গতবছর ছিল ৩১ শতাংশ। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশে শাওমির মার্কেট শেয়ার ৮ দশমিক ২ শতাংশ। আর এই উন্নতি হয়েছে মাত্র এক বছরে। দেশে ২০১৯ সালে রেডমি ৬এ এবং রেডমি নোট৭প্রো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।