রাশিয়ায় প্রাচীন সমাধি থেকে পাওয়া গেল দুই হাজার বছরের বেশি পুরনো ‘স্মার্টফোন’। রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের কাছে আলা-তে জলাধারের নীচে সন্ধান পাওয়া এক সম্ভ্রান্ত তরুণীর সমাধিতে পাওয়া গিয়েছে বিস্ময়কর এই সামগ্রী।
রাশিয়ার সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছে ওই জলাধার থেকে পানি সরিয়ে দেওয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান মেলে প্রাচীন সমাধির। বিশেষজ্ঞদের দাবি, সমাধিটি ২,১৩৭ বছর আগে জিঅংনু আমলের এক ধনী ও সম্ভ্রান্ত হুন তরুণীর, যিনি দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলের বাসিন্দা ছিলেন।
মনে করা হচ্ছে, আইফোনের মতো দেখতে বস্তুটি আদতে তার পোশাকে এঁটে থাকা বেল্টের বকলেস হিসেবে ব্যবহৃত হতো। বেল্টের নকশায় থাকা চীনা উ্যঝু মুদ্রাগুলো সমাধির সময়কাল নির্ধারণে সহায়ক হয়েছে। কালো জেমস্টোন জেটে তৈরি বর্গাকৃতির বকলেসের উপর লাল-সাদা পাথরের বিন্দু সারিবদ্ধ হিসেবে বসানো রয়েছে।