নতুন ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে এল শাওমি। এমআই চার্জিং টার্বো প্রযুক্তি ব্যবহার করে ৩০ওয়াট ফাস্ট চার্জ করা সম্ভব। বেজিং এর কোম্পানিটি জানিয়েছে এমআই ৯ প্রো ৫জি ফোনে প্রথম এমআই চার্জিং টার্বো প্রযুক্তি ব্যবহার হবে। একই সাথে একটি চার্জিং প্যাড লঞ্চ করবে শাওমি।
নতুন ৩০ওয়াট চার্জিং প্রযুক্তি লঞ্চের সময় শাওমি জানিয়েছে ইতিমধ্যেই ৪০ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি তৈরীর কাজ শুরু হয়েছে। তবে নতুন এই চার্জিং প্যাডের দাম জানা যায়নি। এমআই ৯ প্রো ৫জি লঞ্চের সময় এই প্রোডাক্টের দাম ঘোষনা করবে কোম্পানি।
চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে শাওমি নতুন এই চার্জিং প্রযুক্তি সম্পর্কে একাধিক নতুন তথ্য প্রকাশ করেছে। এমআই চার্জিং টার্বো ব্যবহার করে একটি ৪ হাজার এমএএইচ ব্যাটারি স্মার্টফোন 0 শতাংশ থেকে ১০০ শতাংশ চার্জ করতে ৭০ মিনিট সময় লাগবে। এই মুহুর্তে বাজারে যে সব ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি রয়েছে তার বেশীরভাগ ২৭ওয়াট আর ২০ওয়াট চার্জিং সাপোর্ট করে।
এমআই ৯ প্রো ৫জি ফোনে এমআই চার্জিং টার্বো ফাস্ট চার্জিং এর সাথেই রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। এই প্রযুক্তি ব্যবহার করে একটি iPhone XS ফোন ২০ শতাংশ চার্জ করতে ৩০ মিনিট সময় লাগবে। তবে ওয়্যারলেস সাপোর্ট আছে এমন যে কোন প্রোডাক্ট এমআই ৯ প্রো ৫জি ফোনের রিভার্স ওয়্যারলেস চার্কিং ব্যবনহার করে চার্জ করা যাবে।
৩০ওয়াট ওয়্যারলেস চার্জিং লঞ্চের সাথেই সোমবার শাওমি জানিয়েছে ৪০ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি তৈরীর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নতুন ৪০ওয়াট ওয়্যারলেস চার্জার কোম্পানির আভ্যন্তরীন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে।
এই প্রথম ওয়্যারলেস চার্জিং এর দুনিয়ায় বড় পদক্ষেপ নিল। এতদি শাওমির বেশিরভাগ ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার দেখা যেত না। এমআই চার্জিং টার্বো লঞ্চের পরে এমআই ৯ প্রো ৫জি ছাড়াও আরও অনেক শাওমি ফোনে এই ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি দেখা যেতে পারে।