দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং তাদের গ্যালাক্সি এ৭০ এর আপগ্রেড ভার্সন লঞ্চ করলো। শুধু তাই নয়, স্যামসাং গ্যালাক্সি এ৭০ এস হলো কোম্পানির প্রথম ফোন যেখানে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে এতে পাবেন স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর,৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি এ৭০ এস কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৭০ এস ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ডিজাইন পাবেন। ফোনের অন্যান্য ফিচারের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
ক্যামেরা কথা বললে স্যামসাং গ্যালাক্সি এ৭০ এস ফোনের পিছনে তিনটি ক্যামেরা পাবেন। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচারের সাথে ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে। ব্যাটারি ডিপার্টমেন্টেও এই আপগ্রেড ভার্সনে উন্নতি করা করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৭০ এস ফোনে পাবেন ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেস্নর ও অ্যান্ড্রয়েড পাই অপেরাটিং সিস্টেম।