গ্যালাক্সি ট্যাবের বাজারে আবার নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে স্যামসাং। ভারতের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে তাদের গ্যালাক্সি ট্যাব এস ৬।
এই ট্যাবে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে। এ ছাড়াও এই ট্যাবে কোয়াড স্পিকার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ট্যাবের সঙ্গে নতুন এস পেনও দেওয়া হবে। এই ট্যাবে ১০.৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে ও ৭০৪০ এমএইচ ব্যাটারি থাকবে যা ১৫ ঘণ্টা চলতে সক্ষম হবে। ৮ জিবি অবধি র্যাম এবং ২৫৬ জিবি অবধি স্টোরেজের ক্ষমতা থাকবে এই ট্যাবে। ট্যাবে নতুন স্যামসাং ডেক্স থাকবে যাতে আলাদা ভাবে কিবোর্ড যুক্ত করা যাবে। এ ছাড়াও ৩.৫ মিমির হেডফোন জ্যাক এই ট্যাবে পাওয়া যাবে।
ভারতে খুব শীঘ্রই এই ট্যাবের মুক্তি ঘটতে চলেছে। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই ট্যাবের দাম ৪৫ হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে।