প্রাত্যহিক জীবনে মোবাইল ও ল্যাপটপের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ওয়েবক্যাম। তবে শাওমি এর প্রতি কোনো গুরুত্ব না দিয়েই বাজারে এনেছে রেডমিবুক ১৪ এনহ্যান্স এডিশন (ইই)।
১০ম প্রজন্মের ইন্টেল কোর আই৫ সিপিইউ, জিফোর্স এমএক্স ২৫০ গ্রাফিক্স কার্ডের ১৪ ইঞ্চির অ্যালুমিনিয়ামের তৈরি ল্যাপটপটি দেখতে অনেকটাই শাওমি এমআই ল্যাপটপ এয়ারের মতো।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ল্যাপটপটিতে রাখা হয়নি কোনো কার্ড রিডার বা ইউএসবি পোর্ট। তবে ৮ জিবি র্যামের এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে রয়েছে ২৫৬ জিবি।
দেড় কেজি ওজনের এই ল্যাপটপটির নাম নির্ধারণ করা হয়েছে ৭৩৭ ডলার বা ৬১ হাজার ৯০০ টাকা।