১৫ অক্টোবর অনুষ্ঠেয় এক হার্ডওয়্যার ইভেন্টে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল পিক্সেল ব্র্যান্ডের নতুন ফোন পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল উন্মোচন করবে। একই ইভেন্টে পিক্সেল ব্র্যান্ডের একটি ফাইভজি ফোন উন্মোচন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এটিই হবে প্রতিষ্ঠানটির পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত প্রথম ফোন।
বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, গুগলের ফাইভজি ফোন অ্যাপলের ফাইভজি সমর্থিত আইফোনের সঙ্গে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করবে। ফাইভজি সমর্থিত আইফোন আগামী বছর বাজারে আসতে পারে। পাশাপাশি এরই মধ্যে ফাইভজি সমর্থিত স্মার্টফোন উন্মোচনকারী স্যামসাং ও হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে।
গুগলের ফাইভজি ফোনের নাম হতে পারে ‘পিক্সেল ৪ এক্সএল ফাইভজি’। স্পেসিফিকেশনের দিক থেকে ডিভাইসটি হবে খুবই উন্নত। ৪ গিগাবাইট র্যামের এ ডিভাইসে পিক্সেল পরিবারের আগের যেকোনো ফোনের চেয়ে বেশি অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে।
নিক্কেই এশিয়ান রিভিউ সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গুগলের প্রথম ফাইভজি ফোন পরীক্ষামূলকভাবে চীনে উৎপাদন করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের প্রভাব এড়াতে ডিভাইসটির গ্রাহক সংস্করণ চীনের বাইরে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। গুগলের প্রথম ফাইভজি ফোন চলতি সপ্তাহে প্রদর্শন করা হলেও ডিভাইসটি আগামী বসন্তে বাজারে ছাড়া হবে। একই সময় নতুন পিক্সেল ফোনের একটি সাশ্রয়ী সংস্করণও উন্মোচন করা হবে। গুগল গত বছর থেকে পিক্সেল ফোনের সাশ্রয়ী সংস্করণ উন্মোচন করে আসছে।
গুগলের ফাইভজি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহূত হবে। ডিভাইসটির অন্যান্য ফিচার সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে খুব একটা ভালো অবস্থানে নেই গুগল। তবে বাজারটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক স্মার্টফোন বাজারের মাত্র দশমিক ৫ শতাংশ গুগলের দখলে রয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারে পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন দিয়ে ব্যবসা পরিচালনা করছে গুগল। বাজার দখলে পিক্সেল ব্র্যান্ড পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রে দ্রুত প্রবৃদ্ধির মোবাইল ব্র্যান্ডের তকমাটি পিক্সেল ফোনের দখলে। অর্থাৎ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজারটিতে ক্রমে আধিপত্য বাড়ছে পিক্সেল ফোনের।
বৈশ্বিক মোবাইল অপারেটিং সফটওয়্যার বাজারে অ্যান্ড্রয়েড দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। অপারেটিং সিস্টেমের পাশাপাশি মোবাইল হার্ডওয়্যার ব্যবসা খাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে প্রতি বছর পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন উন্মোচন করে আসছে গুগল।
অ্যাপল ও গুগল এখনো তাদের ফাইভজি ফোন বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। বৈশ্বিক স্মার্টফোন বাজারকে প্রভাবিত করতে গত মাসে ফাইভজি সমর্থিত মেট ৩০ ও মেট ৩০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক হুয়াওয়ে। যদিও যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে সংকটে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া চলতি বছরের প্রথম দিকে গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি নোট ১০ প্লাস ও গ্যালাক্সি ফোল্ডের ফাইভজি সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং।