ছবি তোলার শখ কার না আছে? সবাই ই চায় সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে। এর থেকেই মুলত ক্যামেরা আবিষ্কার। বর্তমানে যেসব ক্যামেরা বহুল প্রচলিত তার মধ্যে ডিএসএলআর ই অন্যতম।
প্রথমে যখন ডিএসএলআর ক্যামেরা বাজারে আসে তখন তার দাম ছিল আকাশচুম্বী, ফিচার ছিল অল্প। ক্রমে এটির দাম কমতে কমতে বর্তমানে সাধারণ জনগন এর আওতায় চলে এসেছে।
ফটোগ্রাফি পেশায় মানুষ যেমন ঝুকছে তেমনি বেড়েছে এর চাহিদা। সেই চাহিদার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ব্র্যান্ড তাদের ডিএসএলআর ক্যামেরা বাজারে আনছে প্রতিনিয়ত। এর মধ্যে নিকন, ক্যানন ব্র্যান্ড ই সবচেয়ে বেশি জনপ্রিয়।
আপনি যদি প্রোফেশনাল ফোটোগ্রাফার হতে চান তবে আপনাকে অবশ্যই ভালো কনফিগারেশনের ডিএসএলআর কিনতে হবে। কিছু কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেমন কামেরার প্রসেসর স্পীড, ভিআর লেন্স, ইমেজ সেন্সর কত মেগা পিক্সেল। এছাড়াও আর বেশ কিছু জিনিস এর ওপর নির্ভর করে ক্যামেরা কেনা উচিত।
গুগল এর তথ্য অনুযায়ী বর্তমানে নিকন ডি৫৩০০, ক্যানন ইওএস ৭০০ডি , নিকন ডি৭২০০ মডেলের ডিএসএলআরগুলো সবচেয়ে জনপ্রিয়। আপনি যদি প্রথম ডিএসএলআর কিনতে চান তাহলে নিকন ডি৫৩০০ মডেল টি দেখতে পারেন। এটি দামের দিক থেকে যেমন সাশ্রয়ী, তেমনি এর রয়েছে আকর্ষণীয় অনেক ফিচার যার মাধ্যমে আপনি অনেক ভালো ফটোগ্রাফির স্বাদ পেতে পারেন। বর্তমানে সরবনিম্ন ২৪,০০০ টাকায় ডিএসএলআর পাওয়া যাচ্ছে।
তথ্যসুত্রঃ ক্যানন, বিডিস্টল