একের পর এক চমক দেখিযেই চলেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপোর সাবব্র্যান্ড রিয়েলমি। এরই ধারাবাহিকতায় আজ চীনে রিয়েলমি তাদের প্রথম ফ্ল্যাগশিপ রিয়েলমি এক্স টু প্রো রিলিজ করেছে।
রিয়েলমি এক্স টু প্রো তে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬.৫ ইঞ্চি ফুল এইচডি “ফ্লুইড সুপার এমোলেড” নচ ডিসপ্লে যা এইচডিআর টেন প্লাস সাপোর্টেড। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫+।
রিয়েলমি এক্স টু প্রো ফোনের পেছনে চারটি ক্যামেরা রয়েছে যার প্রধান ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। এছাড়াও রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স যা দিয়ে ২০ গুন ডিজিটাল জুম করা যাবে, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি তাদের প্রথম ফ্ল্যাগশিপ ফোনে ডলবি এটমস সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ৪০০০ মিলিএম্পায়ার ব্যাটারি। ফোনে রিয়েলমির ৫০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে ৩০ মিনিটে ৮০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।
রিয়েলমি এক্স ২ প্রো ৬/৬৪ জিবি, ৮/১২৮ জিবি এবং ১২/২৫৬ জিবি ভেরিয়েন্টে চীনের বাজারে পাওয়া যাবে ১৮ অক্টোবর থেকে। চীনে ফোনটির ৬/৬৪ জিবি ২৬৯৯ ইউয়ান (~৩৮০ ইউএসডি), ৮/১২৮ জিবি ২৮৯৯ ইউয়ান (~৪১০ ইউএসডি) এবং ১২/২৫৬ জিবি ৩২৯৯ ইউয়ান (~$৪৬৫ ইউএসডি) মূল্য নির্ধারন করা হয়েছে