টেলিকম অপারেটর কোম্পানির নেটওয়ার্কের বাইরে যাওয়া মানেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নয়। এমন পরিস্থিতির জন্য রয়েছে স্যাটেলাইট ফোনসেবা। মার্কিন কোম্পানি ইরিডিয়াম কমিউনিকেশনস বহুদিন ধরে এ সেবা দিয়ে যাচ্ছে। আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে একটি ডিভাইস যুক্ত করে সেটি স্যাটেলাইট ফোনে রূপান্তর, স্যাটেলাইট হটস্পট, স্যাটেলাইট ল্যান্ডফোনের মাধ্যমে ইরিডিয়ামের স্যাটেলাইট নেটওয়ার্কে প্রবেশ করা যায়। নির্দিষ্ট অর্থের বিনিময়ে এ কোম্পানি জিপিএস, ভয়েস ও ডাটা কমিউনিকেশনের সেবা দেয়।
স্যাটেলাইট ফোন ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো বাজারে এল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এটি একটি সম্পূর্ণ স্যাটেলাইট ফোন। স্যাটেলাইটভিত্তিক টেলি যোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান থুরাইয়া এনেছে থুরাইয়া এক্স-৫ টাচ নামে ডুয়াল সিমের অ্যান্ড্রয়েড স্যাটেলাইট স্মার্টফোন। এ ফোনে জিএসএম ও ফোরজি এলটিই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা যায়।
৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি টাচস্ক্রিন ডিসপ্লের ফোনটি স্ল্যাপড্রাগন ৬২৫ অক্টা-কোর প্রসেসরচালিত। গ্লেয়ার রেসিস্ট্যান্ট গরিলা গ্লাসবিশিষ্ট ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। র্যাম ২ গিগাবাইট এবং অভ্যন্তরীণ স্টোরেজ ১৬ গিগাবাইট। এটি অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.১.২ অপারেটিং সিস্টেমচালিত।
৩ হাজার ৮০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির ফোনটির টকটাইম ১১ ঘণ্টা এবং স্ট্যান্ডবাই টাইম ১০০ ঘণ্টা।
স্যাটেলাইট যোগাযোগের জন্য সঙ্গে কিছু অ্যাকসেসরিজও দেয়া হবে। এর মধ্যে স্যাটেলাইট ডক চার্জার, এক্সটার্নাল অ্যান্টেনা তো থাকছেই।
কনফিগারেশন খুব আকর্ষণীয় না হলেও ফোনটি মোটেও সস্তা নয়। যুক্তরাষ্ট্রের বাজারে এটির দাম পড়বে ১ হাজার ২৫০ ডলার। অবশ্য স্যাটেলাইট কানেকশন নিতে গেলেও মোটা অংকের অর্থ খরচ হবে। সবচেয়ে বড় কথা, যাদের প্রয়োজন তারা এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই পাবেন স্যাটেলাইট যোগাযোগ সুবিধা। সূত্র: জিডিনেট