চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের আরও দুটি স্মার্টফোন এমআই নোট ১০, এমআই নোট ১০ প্রো লঞ্চ করতে পারে। কোম্পানির এই দুই স্মার্টফোনকে সম্প্রতি থাইল্যান্ডের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।
প্রসঙ্গত কিছুদিন আগে এই সিরিজের ফোনের রিটেল বক্স ইন্টারনেটে ফাঁস হয়েছিল। এবার মি নোট ১০ এবং মি নোট ১০ প্রো কে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ইস্টার্ন ইকোনমিক করিডোর (EEC) ওয়েবসাইটে দেখা গেলো। শুধু তাই নয় এমআই নোট ১০ কে সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভলপমেন্ট অথরিটি (IMDA) সাইটেও দেখা গেছে।
যদিও সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে এই দুই ফোনের স্পেসিফিকেশন কিছুই জানা যায়নি। তবে টিপ্সটার সুধাংশু অম্বরে জানিয়েছেন, সার্টিফিকেশন ওয়েবসাইটে এমআই নোট ১০ এর মডেল নম্বর M1910F4G এবং এমআই নোট ১০ প্রো এর মডেল নম্বর M1910F4S । তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই দুই ফোনকে কোম্পানি মার্কেটে আনবে।
মি নোট ১০ এবং এমআই নোট ১০ প্রো ফোনের সম্ভাব্য ফিচারের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর থাকতে পারে। সাথে এতে ১২০হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের অন্যান্য ফিচারের কথা বললে এতে ৫০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করা ক্যামেরা দেওয়া হতে পারে। কদিন আগে এই ক্যামেরাকে এমআইইউআই ১১ ক্যামেরা অ্যাপেও দেখা গিয়েছিলো।