স্মার্টফোনের বাজারে যেসব ব্র্যান্ড অল্প সময়ে ভালো করেছে তার মধ্যে একটি ওয়ানপ্লাস। প্রতিযোগিতার বাজারে বেশ ভালো অবস্থানেই রয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এবার স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করতে যাচ্ছে ওয়ানপ্লাস।
আগামী বছরই স্মার্টওয়াচ নিয়ে আসছে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ওয়ানপ্লাস।
জানা যায়, অপারেটিং সিস্টেম হিসেবে গুগলের ওয়্যারওএস চলবে স্মার্টওয়াচটিতে। এতে কোয়ালকমের প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি স্টোরেজে থাকতে পারে। তবে স্মার্টওয়াচটির ডিজাইন গোলাকার হবে নাকি চারকোনা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তথ্য : গ্যাজেটস নাউ।
যদিও স্মার্টওয়াচটির দাম ও কবে নাগাদ এটি বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি ওয়ানপ্লাস কর্তৃপক্ষ।
এর আগে ২০১৬ সালে জানা যায়, স্মার্টওয়াচ আনতে চলেছে এই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সেই সময়টাতে স্মার্টওয়াচের কিছু স্কেচও প্রকাশ পেয়েছিল।
একই সঙ্গে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো স্মার্টফোন এবং স্মার্টওয়াচটি উন্মোচন হতে পারে। প্রত্যেক বছরের মাঝামাঝি সময়ে ফোন উন্মোচন কবে থাকে ওয়ানপ্লাস। সেই হিসেবে আগামী ২০২০ সালের মে কিংবা জুন মাসে ডিভাইসগুলো দেখা যেতে পারে।