১৪ নভেম্বর উন্মোচন হবে নতুন ভিভো এস৫। আগামী সপ্তাহে চীনে উন্মোচন হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই ইন্টারনেটে প্রকাশিত একাধিক রিপোর্ট থেকে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার ভিভো এস৫ ফোনের অফিশিয়াল টিজার সামনে এল। টিজার থেকে জানা গিয়েছে ফোনের ফোনের পিছনে থাকছে ৪টি ক্যামেরা। আর থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।
সম্প্রতি ভিভো এস৫ ফোনের প্রথম অফিশিয়াল টিজার প্রকাশ করেছে ভিভো। টিজারে প্রকাশিত ছবিতে সামনে ও পিছন থেকে ফোনটি দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। ডিসপ্লের ডান দিকে উপরে সেলফি ক্যামেরা থাকবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সম্প্রতি TENAA ওয়েবসাইট থেকে ভিভো এস৫ ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছিল। ওয়েবসাইটে জানানো হয়, এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি ৫ মেগাপিক্সেল আর একটি ৮ মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে ভিভো ১৯৩২টি ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি ৮ মেগাপিক্সেল, একটি ৫ মেগাপিক্সেল সেন্সর, আরও একটি ৫ মেগাপিক্সেল সেন্সর আর একটি ২ মেগাপিক্সেল সেন্সর।
ভিভো এস৫ ফোনে থাকছে ২.৩ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর, ৮জিবি র্যাম, ২৫৬জিবি স্টোরেজ। এই ফোনে চলবে। অ্যান্ড্রয়েড পিউ অপারেটিং সিস্টেম। ফোনে থাকছে একটি ৬.৪৪ ইঞ্চি এমোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে ৪০১০ এমএএইচ ব্যাটারি।