ফোল্ডেবল ফোন ‘মেট এক্স’ এর বিক্রির তারিখ দুই দফা পেছানোর পর অবশেষে শুক্রবার (১৫ নভেম্বর) উন্মুক্ত করেছে হুয়াওয়ে।
অনলাইনে ফোনটি বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই স্টক শেষ হয়ে যায় কোম্পানিটির। আবার ২২ নভেম্বর ফোনটির ২য় ব্যাচের বিক্রি শুরু হবে।
ফাইভজি সুবিধা সম্বলিত ফোনটি ফোল্ড অবস্থায় সামনের স্ক্রিন ৬ দশমিক ৬ ইঞ্চি ও পেছনের স্ক্রিন ৬ দশমিক ৩৮ ইঞ্চিতে পরিণত হয়। আর আনফোল্ড অবস্থায় ফোনটির আকার হবে ৮ ইঞ্চি। ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮০ প্রসেসর ও বেরোং ৫০০০ মডেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে থাকা ৪৫০০ এমএএইচ ব্যাটারিকে চার্জ করার জন্য সঙ্গে আছে ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি, যার সাহায্যে ব্যাটারির ৮৫ শতাংশ চার্জ হবে মাত্র আধা ঘন্টায়।
প্রথম প্রজন্মের ফোল্ডেবল ফোন হওয়ায় অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের চেয়ে হুয়াওয়ে মেট এক্সের দাম দ্বিগুণ হবে। ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির দাম পড়বে ২ হাজার ৪০০ ডলার অর্থাৎ ২ লাখ ১ হাজার ৬০০ টাকা।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গুগল অ্যাপস ও সার্ভিসেস ছাড়াই আপাতত চীনেই ফোনটি পাওয়া যাচ্ছে। তবে কবে অন্যান্য দেশে কবে ফোনটি পাওয়া যাবে- সে বিষয়ে হুয়াওয়ে এখনো কিছু জানায়নি।