অপো কোয়ালকমের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মোবাইল প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট দ্বারা চালিত ফ্ল্যাগশিপ ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে । ২০২০ সালের প্রথম প্রান্তিকে অপো রেনো ৩ প্রো ফোনে এই চিপসেট ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ।
অপো রেনো ৩ প্রো ফোনে ডুয়াল-মোড ৫ জি (এসএ + এনএসএ) সমর্থন করার বিষয়ে নিশ্চিত করেছে অপো।
মঙ্গলবার ৫জি কানেক্টিভিটি সহ তিনটি নতুন চিপসেট লঞ্চ করল কোয়ালকম। ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হয়েছে নতুন স্ন্যাপড্রাগন৮৬৫ চিপসেট। স্ন্যাপড্রাগন ৮৫৫ আর স্ন্যাপড্রাগন৮৫৫+ চিপসেটের উত্তরসূরি স্ন্যাপড্রাগন৮৬৫ চিপসেটে থাকছে এক্স৫৫ ৫জি মোডেম সাপোর্ট।
আগের থেকে ২৫ গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে স্ন্যাপড্রাগন ৮৬৫।
নতুন চিপসেট প্রসঙ্গে খুব বেশি তথ্য সামনে আনেনি কোয়ালকম। আগামী দুই দিনে এই চিপসেট সম্পর্কে ধীরে স্ন্যাপড্রাগন ৮৬৫ ধীরে বিভিন্ন তথ্য সামনে আসবে। স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটে থাকছে উন্নত এআই ইঞ্জিন। সেখানে প্রতি সেকেন্ডে এক ট্রিলিয়ন অপারেশন করা যাবে।
এছাড়াও স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেটে থাকছে ৮কে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। অন্যদিকে স্ন্যাপড্রাগন ৭৬৫ আর স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেটে এইচডিআর ১০ ছাড়াও ৮কে ভিডিও রেকর্ডিং এবং ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে।