কম্পিউটিং ডিভাইস হিসেবে ল্যাপটপ এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কম্পিউটার নির্মাতারা এন্টারপ্রাইজ গ্রাহকদের কথা বিবেচনা করে ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার আরো উন্নত করতে কাজ করছে। বাজারে হিউলেট প্যাকার্ড (এইচপি), ডেল, আসুস, লেনোভো, এসার ও দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের হাই-কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে।
চলুন জেনে নেই ২২-২৭ হাজার টাকার মধ্যে মিলছে এমন কয়েকটি ল্যাপটপের কনফিগারেশন
ডব্লিউপিআর১৪এন৩৪জিএল
ওয়ালটন ব্র্যান্ডের সাশ্রয়ী প্রিলুড সিরিজের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ দশমিক ১ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ডিভাইসটিতে দ্রুতগতি নিশ্চিতে ১ দশমিক ১ গিগাহার্টজের অ্যাপোলো লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যামসংবলিত ডিভাইসটিতে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। মাল্টিল্যাঙ্গুয়েজ কিবোর্ডসংবলিত এ ল্যাপটপে কানেক্টিভিটির জন্য আছে ইউএসবি ৩.০ ও ২.০ পোর্ট, এইচডিএমআই আউটপুট পোর্ট ও হেডফোন জ্যাক। ২১ হাজার ৯০০ টাকা দামের ডিভাইসটির ক্রেতা দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।
ডব্লিউটি১৪বি৭১জি
ওয়ালটনের ট্যামারিন্ড সিরিজের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ডিভাইসটিতে দ্রুতগতি নিশ্চিতে ১ দশমিক ৬ গিগাহার্টজের ইন্টেল পেন্টিয়াম এন৩৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যামসংবলিত ডিভাইসটিতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। মাল্টিল্যাঙ্গুয়েজ কিবোর্ডসংবলিত ২২ হাজার ৪৯০ টাকা দামের ডিভাইসটির ক্রেতা দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।
লেনোভো আইডিয়াপ্যাড ১৩০
লেনোভো ব্র্যান্ডের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে ২ দশমিক ২ গিগাহার্টজের এএমডি ই২-৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতিতে কাজ করার সুবিধা নিশ্চিত করবে। এছাড়া ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যামসংবলিত ল্যাপটপটিতে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। ক্রেতা ২৪ হাজার ৮০০ টাকা দামের ল্যাপটপটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।
এসার অ্যাস্পায়ার ৩এ৩১৫-৫৩
এসারের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে ১ দশমিক ৮ গিগাহার্টজের ইন্টেল সিডিসি ৩৮৬৭ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতি নিশ্চিত করবে। ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যামের ডিভাইসটিতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। ২৪ হাজার ৫০০ টাকা দামের ইন্টেল এইচডি গ্রাফিকসসংবলিত ডিভাইসটির ক্রেতা দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।
ডেল ইন্সপাইরন ১৪ ৩৪৮০
ডেল ব্র্যান্ডের এ ল্যাপটপে ১৩৬৬–৭৬৮ পিক্সেল রেজল্যুশনের ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। এতে ১ দশমিক ৮ গিগাহার্টজের ইন্টেল সিডিসি ৪২০৫ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতি নিশ্চিত করবে। ৪ গিগাবাইট ডিডিআর৪ র্যামের ডিভাইসটিতে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ আছে। উইন্ডোজ ১০ চলিত ২৭ হাজার ৪০০ টাকা দামের ল্যাপটপটির ক্রেতারা দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।