প্রতি বছর নানা রকম উদ্ভাবনী ফিচার নিয়ে নতুন স্মার্টফোন বাজারে আসে। এর মধ্যে কয়েকটি অনেক বেশি জনপ্রিয়তা পায়। ২০১৯ সালের স্মার্টফোনের বাজার পর্যালোচনা করলে দেখা যাবে বেশ কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোন জনপ্রিয় হয়েছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি সিরিজ এবং অ্যাপলের আইফোন পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
অবশ্য ফোনের জনপ্রিয়তা, বাজারে আসার পরিমাণ, এর ক্যামেরাসহ যন্ত্রাংশের মান বিবেচনা ধরলে প্রিমিয়াম ফোনের বাজারে স্যামসাং, অ্যাপল, গুগল পিক্সেল, হুয়াওয়ে এবং মোটোরোলা প্রাধান্য পেয়েছে। স্মার্টফোনের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে প্রতিযোগিতা বাড়তে দেখা যাবে। ২০১৯ সালে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ৫জি নেটওয়ার্ক সমর্থিত, ভাঁজ করা ফোন নিয়ে কাজ করছে। অনেক ফাইভজি ফোন বাজারে এনেছে।
২০১৯ সালে সিনেটের দৃষ্টিতে সেরা ফোনের তালিকা:
মিডরেঞ্জের সেরা: আইফোন ১১
সাধ্যের মধ্যে অভিজাত ফোন: গ্যালাক্সি নোট ১০ প্লাস
ক্যামেরায় সেরা: হুয়াওয়ে পি৩০ প্রো
সেরা অ্যান্ড্রয়েড ফোন : ওয়ানপ্লাস ৭ প্রো
শক্তিশালী ও ছোট ডিসপ্লে সেরা ফোন: স্যামসাং গ্যালাক্সি এস১০ই
কমদামে সেরা ক্যামেরা ফোন: গুগল পিক্সেল ৩এ
সেরা সাশ্রয়ী ফোন: মটোরোলা মটো জি৭