বন্ধের নির্দেশ দেয়ার পরও কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবির (রোহিঙ্গা ক্যাম্প) এলাকায় রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক ও বেসরকারি অপারেটর বাংলালিংকের ৩জি ও ৪জি নেটওয়ার্ক চালু থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।
গত সপ্তাহে টেকনাফ ও উখিয়া উপজেলার বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ড্রাইভ টেস্ট পরিচালনা করে এই প্রমাণ পেয়েছেন বিটিআরসির একটি কারিগরি প্রতিনিধি দল।
সূত্রমতে, অপারেটরদের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই ড্রাইভ টেস্ট করা হয়। পরীক্ষায় ৩জি ও ৪জি সেবা সচল থাকার বিষয়টি অবহিত করে উপস্থিত বাংলালিংক ও টেলিটকের প্রতিনিধিদের তৎক্ষণাৎ তা বন্ধ করার নির্দেশ দেয়া হয়। এবং তারও সুবিধাটি বন্ধ করে দেয়।
জানাগেছে, এর আগেও বিটিআরসি’র কারিগরি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন এবং ড্রাইভ টেস্ট নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি নিয়ে আগামী সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দিনে ১৩ ঘণ্টা ৩জি ও ৪জি বন্ধ রাখে বিটিআরসি। পরের দিন দিনে-রাতে ২৪ ঘণ্টায় ৩জি ও ৪জি বন্ধ করে দেয়া হয়।