বিশ্বে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। জিএসএম এর হিসেবে বিশ্বজুড়ে একক মুঠোফোন সংযোগের সংখ্যা বর্তমানে ৪৯২ কোটি। যার ৫০ শতাংশ বা ২৪৬ কোটি সংযোগ ব্যবহৃত হচ্ছে কেবল স্মার্টফোনেই।
সব প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুগের সঙ্গে তাল মেলাতে বাজারে আনছে নতুন নতুন পণ্য। তারই ধারাবাহিকতায় হুয়াওয়ে শিগগিরই বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে পি৪০ এবং হুয়াওয়ে পি৪০ প্রো। ২০২০ সালের মার্চ মাসে চিনের কোম্পানিটির এই ফোন যাত্রা করবে বলে ধারণা করা যাচ্ছে ।
জানা গেছে নতুন হ্যান্ডসেট হুয়াওয়ে পি৪০ প্রোতে থাকতে পারে সাতটি করে ক্যামেরা। হ্যান্ডসেট দুটির সাতটি ক্যামেরার মধ্যে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা এবং দুটি করে ফ্রন্ট ক্যামেরা।
ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সিনে সেন্স, টাইম ও ফ্লাইট ক্যামেরা আর একটি পেরিস্কোপ টাইপ টেলি লেন্স। হুয়াওয়ে পি৪০ প্রো স্মার্টফোনটির ডিসপ্লে হবে 6.7 ইঞ্চি। এছাড়া এই ফোনে ডিসপ্লের নীচে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।
কোম্পানিটি জানিয়েছে হুয়াওয়ে পি৪০ প্রো ফোনে ব্যবহৃত হবে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস। এছাড়াও এই ফোনে Sony IMX686 সেন্সরের সঙ্গে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেয়া হবে।
সবকিছু ঠিক থাকলে হুয়াওয়ে পি৪০ প্রো ফোন হবে বিশ্বের প্রথম ফোন যেখানে মোট ৭টি ক্যামেরা থাকবে।