বিদায়ী বছরে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস১০ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এ সিরিজের স্মার্টফোনের ওপর ভর করে কোম্পানিটি বছরজুড়ে ব্যবসা বাড়িয়েছে। গ্যালাক্সি এস১০ সিরিজের সফলতার ধারাবাহিকতায় এবার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্ট।
টেক জগতে গুঞ্জন ছিল, স্যামসাংয়ের নতুন সিরিজটি হবে গ্যালাক্সি এস১১। তবে সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, এস১১ নয়, নতুন বছরে গ্যালাক্সি এস২০ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়বে স্যামসাং।
স্যামসাং সূত্রে জানা গেছে, এস২০, ২০ প্লাস এবং এস২০ প্রো এ তিনটি মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
আগামী ফেব্রুয়ারি নাগাদ এ সিরিজের প্রথম স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহকরা। মূলত জনপ্রিয় গ্যালাক্সি এস১০ সিরিজের তুলনায় আরো আকর্ষণীয় ডিজাইন, উন্নত ডিসপ্লে, ব্যাটারির বাড়তি সক্ষমতা, সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা, এসব কারণে স্যামসাংয়ের নতুন এস২০ ডিজাইনের স্মার্টফোনগুলো ক্রেতাদের মনোযোগ কাড়তে সক্ষম হবে বলে মনে করছেন টেক সংশ্লিষ্টরা। সূত্র: গ্যাজেটস নাউ