ওয়ানপ্লাস ৭ সিরিজের স্মার্টফোনগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মূলত এ সিরিজের ওপর ভর করে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আলাদা পরিচিতি পেয়েছে চীনা এ ব্র্যান্ড। সাফল্যের ধারাবাহিকতায় এবার ৮ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনছে ওয়ানপ্লাস। চলতি বছর এ সিরিজের তিনটি ডিভাইস বাজারে আসতে পারে বলে প্রতিষ্ঠানটির সূত্রে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ।
সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। একটি বাক্সের মধ্যে একগুচ্ছ ওয়ানপ্লাস ৮ লাইট ডামি ফোনের ছবি প্রকাশে এসেছে। সেই ছবিতে নতুন বাজেট ওয়ানপ্লাস ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে।
সম্প্রতি স্ল্যাশলিকস ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে একটি প্লাস্টিক কনটেনারের মধ্যে একসাথে অনেকগুলি ফোনের ছবি সামনে এসেছে। এই বাক্সের মধ্যে শেষ ফোনের পিছনে ওয়ানপ্লাস এর লোগো রয়েছে। নীল রঙের এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। সাথে একটি এলইডি ফ্ল্যাশ দেখা গিয়েছে। এই ছবি সামনে আসার পরেই একাধিক রিপোর্টে এই ফোনকে নতুন ওয়ানপ্লাস ৮ লাইট হিসাবে দাবি করা হয়েছে।
২০২০ সালে তুলনামূলক কম দামে লঞ্চ হতে পারে কোম্পানির তৃতীয় স্মার্টফোন। যদিও অনেকে বলছেন ওয়ানপ্লাস ৮ লাইট ফোনে সম্প্রতি লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৭৬৫ অথবা ৭৬৫ জি চিপসেট ব্যবহার হতে পারে।