ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন যুক্ত হতে যাচ্ছে। গত কয়েক মাসে নতুন অনেক ফিচারের পর এবার বিজ্ঞাপনও যুক্ত করছে ম্যাসেজিং অ্যাপটি।
দ্য সান জানায় ফেসবুকের ভিডিওতে ইতিমধ্যেই বিজ্ঞাপন চালু হয়েছে। এবার তাদেরই মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও দেখা যাবে বিজ্ঞাপন।
হোয়াটস অ্যাপের পোস্টে ছবি, ভিডিও বা যে কোনো ফাইল আপলোডের সঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপন। সেখানে শুধু বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপনটির এক ঝলক দেখা যাবে। পুরো বিজ্ঞাপনটি দেখতে সোয়াইপ করে পৌঁছে যেতে হবে অন্য পেজে। অনেকটা ইনস্টাগ্রামের মতোই বিষয়টি।
সম্প্রতি নতুন নতুন ফিচার ইউজারদের আকৃষ্ট করে। তবে বছরের শুরুতে বিজ্ঞাপন যুক্ত করার এমন ঘোষণায় অসন্তুষ্ট হবেন ইউজাররা, এমনটাই মত টেক বিশেষজ্ঞদের।