ঋণে জর্জরিত ভারতীয় সেলফোন অপারেটর রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) সম্পদ বিক্রির চেষ্টা চালাচ্ছে। গত নভেম্বরের মাঝামাঝি সময় ভারতী এয়ারটেল ও ভারতী ইনফ্রাটেলসহ একটি ইকুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র পাওয়ার তথ্য নিশ্চিত করেছিল প্রতিষ্ঠানটি।
রিলায়েন্স জিও ইনফোকম কিছুটা বিলম্বে দরপত্র জমা দিয়েছিল। এবার আরকমের পক্ষ থেকে তাদের সম্পদ ক্রয়ে আগ্রহী সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে রিলায়েন্স জিও ইনফোকম ও ইউভি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (ইউভিএআরসিএল) নাম ঘোষণা করা হয়েছে। খবর ইকোনমিক টাইমস।
সংশ্লিষ্ট সূত্রমতে, ১৩ জানুয়ারি আরকমের বিনিয়োগকারীরা সম্পদ নিলাম বিষয়ে আলোচনায় বসেন। একাধিক দরপত্র যাচাই-বাছাই শেষে রিলায়েন্স জিও ইনফোকম ও ইউভিএআরসিএলকে সর্বোচ্চ দরদাতা হিসেবে চিহ্নিত করা হয়। এরপর গত মঙ্গলবার আরকমের সম্পদ ক্রয়ে আগ্রহী সর্বোচ্চ দুই দরদাতার নাম প্রকাশ করা হয়। জিও ও ইউভিএআরসিএল আরকমের সম্পদ ক্রয়ে ২০ হাজার কোটি রুপি পরিশোধে আগ্রহী, যা প্রতিষ্ঠানটির ঋণদাতাদের দাবীকৃত ৪৯ হাজার কোটি রুপির চেয়ে ৬০ শতাংশ কম।
আরকমের সম্পদ নিলামের দায়িত্বে থাকা ব্যাংকারদের তথ্যমতে, জিও আরকমের নিয়ন্ত্রণে থাকা টাওয়ার ব্যবস্থাপনা কোম্পানি রিলায়েন্স ইনফ্রাটেলের টাওয়ার ও ফাইবার অ্যাসেটের পছন্দসই দরদাতা। অন্যদিকে ইউভিএআরসিএল আরকমের স্পেকট্রাম ও অঙ্গপ্রতিষ্ঠান রিলায়েন্স টেলিকম ক্রয়ে আগ্রহী।
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির মালিকানাধীন আরকম টানা কয়েক বছর ধরেই খারাপ সময় পার করছে। আরকমের ঋণের বোঝা ৩৩ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। ভারতের তীব্র প্রতিযোগিতাপূর্ণ টেলিযোগাযোগ বাজারে বড় ভাই মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত সেলফোন অপারেটর জিও, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া লিমিটেডের কারণে পিছিয়ে পড়ে আরকম।
ভারতী এয়ারটেল ও ভারতী ইনফ্রাটেলের মতো প্রতিষ্ঠান আরকমের সম্পদ কিনতে দরপত্র জমা দিলেও রিলায়েন্স জিওর পক্ষ থেকে শুরুতে নিলামে অংশ নেয়ার বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে জিওর পক্ষ থেকে নিলামে অংশ নিতে দরপত্র জমা দেয়ার সময়সীমা ১০ দিন বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল।