ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নকিয়া ব্র্যান্ডের নতুন দুই স্মার্টফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। ডিভাইস দুটি হলো ‘নকিয়া ২.৩’ ও ‘নকিয়া ৮০০ টাফ’। ডিভাইস দুটির দাম যথাক্রমে ১০ হাজার ৯৯৯ এবং ১০ হাজার ২৫০ টাকা।
এআই ক্যামেরাসংবলিত নকিয়া ২.৩ স্মার্টফোনটিতে ৬ দশমিক ২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ব্যবহারকারী তিন বছরের মাসিক নিরাপত্তা হালনাগাদ এবং দুই বছরের অপারেটিং সিস্টেম হালনাগাদ সুবিধা পাবেন। ডিভাইসটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে ‘নকিয়া ৮০০ টাফ’ দেশের বাজারে আনার ঘোষণা দিয়েছিল এইচএমডি গ্লোবাল। এটি নকিয়া ব্র্যান্ডের স্মার্ট ফিচার ফোন। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের এ ফিচার ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট, ফোরজি নেটওয়ার্ক এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বেশকিছু জনপ্রিয় অ্যাপ ব্যবহার করা যাবে।