ফেসবুকভিত্তিক এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য ‘স্মার্ট লজিস্টিক’ সেবার বিশেষ সংস্করণ উন্মোচন করেছে ই-কমার্স পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান পেপারফ্লাই। সেবাটি এফ-কমার্স উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে সহায়তার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে নতুন মাত্রা যোগ করবে বলে দাবি পেপারফ্লাই কর্মকর্তাদের।
রাজধানীর গুলশানে একটি হোটেলে পেপারফ্লাইয়ের নতুন সেবা উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। অনুষ্ঠানে নতুন সেবাটির সঙ্গে পরিচয় করান পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) রাহাত আহমেদ।
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পণ্য সরবরাহে ‘স্মার্ট সেবা’ নিয়ে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে পেপারফ্লাই। এর কর্মকর্তারা জানান, প্রযুক্তির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এখন ব্যবসা সম্প্রসারণের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশজুড়ে লক্ষাধিক তরুণ উদ্যোক্তা ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন।
পেপারফ্লাই কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার শুরু হওয়া নতুন ‘স্মার্ট লজিস্টিক’ সেবায় আটটি অনন্য পরিষেবা যুক্ত থাকবে। এগুলো হলো—উদ্যোক্তাদের জন্য পাঁচ কার্যদিবসে আর্থিক লেনদেনের সুবিধা, একদিনে ঢাকার মধ্যে পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেয়া, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনা মূল্যে স্মার্ট রিটার্ন এবং স্মার্ট চেক সেবা ও বিনা মূল্যে ওয়্যারহাউজ ব্যবহারের সুযোগ। এসব সুবিধা পাওয়া যাবে ঢাকার ভেতরে মাত্র ৪০ টাকায়।
পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, দ্রুত সময়ের মধ্যে যেকোনো ঠিকানায় ই-কমার্সের পণ্য পৌঁছে দিতে দেশের ৮০টি এলাকায় অফিস চালু করেছে পেপারফ্লাই। চলতি বছরের মধ্যে সেবা পয়েন্টের সংখ্যা ২০০ করার পরিকল্পনা রয়েছে।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, পণ্য সরবরাহ সেবার আধুনিকীকরণ ছাড়া কোনো দেশের ই-কমার্স খাত সম্প্রসারণ হতে পারে না।