সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অ্যানড্রয়েড সংস্করণে দেখা দিয়েছে কারিগরি ত্রুটি। আর তাই, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে ৮.২৮ সংস্করণ ডাউনলোড করলেই ঝামেলায় পড়তে হচ্ছে টুইটার ব্যবহারকারীদের। এই সংস্করণ ডাউন করলেই ক্র্যাশ বা বন্ধ হয়ে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইটটি।
এ কারণে, টুইটার কর্তৃপক্ষ থেকে অ্যানড্রয়েডের হালনাগাদ সংস্করণটি ডাউনলোড না করার অনুরোধ জানানো হয়েছে।
ইতোমধ্যে অ্যাপের ত্রুটি মেরামতের কাজ শুরু হয়েছে। যারা এরই মধ্যে সংস্করণটি ডাউনলোড করেছেন তারা পুনরায় টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে এ উপায় অবলম্বন করুন-
Settings > Apps > Twitter > Storage and cache > Clear Storage > Clear Cache। এখান থেকে ক্যাশ পরিষ্কার করে পুনরায় টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।