সম্প্রতি শাওমি থেকে বের হয়ে আলাদা ব্র্যান্ড হিসেবে তকমা পেয়েছে পোকো। আর স্বাধীন ব্র্যান্ডের অধীনে আগামঅ ফেব্রুয়ারিতে নতুন ফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। পোকো এফ২ উন্মোচনের আগেই এই ফোনটি উন্মোচন হবে। খবর এনডিটিভি।
সম্প্রতি একাধিক রিপোর্টে পোকো এক্স২ নামের এই স্মার্টফোনের তথ্য প্রকাশ হয়েছে। গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটেও এই ফোনের স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি চীনের বাজারে উন্মোচিত হওয়ার ফোরজি সংস্করণের রেডমি কে৩০ ফোনটিই অন্যান্য বাজারে পোকো এক্স২ নামে উন্মোচিত হবে।
এই ফোনে থাকবে কোয়ালকম চিপসেট। ফোনিক্সিন ছদ্মনামে এই চিপসেট সামনে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেটসহ আসছে পারে ফোনটি, যা রেডমি কো৩০ ফোনে ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে থাকবে ৮ গিগাবাইট র্যাম। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।