এবার কমদামে পপ আপ সেলফি ক্যামেরা স্মার্টফোন আনছে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স। ফোনটির নাম হবে ইনফিনিক্স এস৫ প্রো । ইনফিনিক্সের এই ফোনটি আগামী মাসে লঞ্চ করা হবে। প্রসঙ্গত ইনফিনিক্স, এর আগে ভারতে সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লের ফোন এনেছিল। যে ফোনটি হলো ইনফিনিক্স এস৫ লাইট।
এথেকেই বোঝা যাচ্ছে কোম্পানি এস সিরিজে সবচেয়ে সস্তার ফোনগুলি আনবে। ঠিক যেমন ইনফিনিক্স এস৫ লাইট কে ১০ হাজার টাকার কমে ভারতে এনেছিল। এবার কোম্পানি ১০ হাজার টাকার কমে ইনফিনিক্স এস৫ প্রো কে আনলে, এটাই হবে ভারতে উপলব্ধ সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক্যামেরা ফোন।
প্রাইসবাবার রিপোর্ট অনুসারে, ইনফিনিক্স এস৫ প্রো আগামী মাসে ভারতে আসবে। এই ফোনে ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা ফোন থাকবে। এছাড়াও এই ফোনে MediaTek প্রসেসর দেওয়া হবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসতে পারে। এই ফোনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়া এই ফোন সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। আসুন কোম্পানির সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লে ফোনের সম্পর্কে জেনে নিই।
আগেই বলেছি এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৬ ইঞ্চি। এইচডি প্লাস এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০.৫ শতাংশ ।
এই ফোনে আপনি পাবেন মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর। র্যাম ও স্টোরেজের কথা বললে এতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ইনফিনিক্স এস৫ লাইট ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও আছে ফেস আনলক ফিচার। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড XOS 5.5 ।
ফোটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। যার প্রাইমারি সেন্সর ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও লো লাইট সেন্সর। সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে।
ইনফিনিক্স এস৫ লাইট ৪ হাজার এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।