শীঘ্রই লঞ্চ হবে অপো এর পরবর্তী ফ্ল্যাগশিপ অপো ফাইন্ড এক্স২। সম্প্রতি এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকবে ৬৫ ওয়াট সুপার ভোক ফাস্ট চার্জ সাপোর্ট।
সম্প্রতি অপো রেনো এজ ফোন প্রথম এই প্রযুক্তি ব্যবহার হয়েছিল। নতুন ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হতে পারে অপো ফাইন্ড এক্স২।
এখনও অপো ফাইন্ড এক্স২ এর দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।
সম্প্রতি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন অপো ফাইন্ড এক্স২ তে একটি ২কে ডিসপ্লে থাকবে। এই ফোনে ডিসপ্লেতে থাকবে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। আপাতত শুধুমাত্র অপো রেনো এজ ফোনে ব্যবহার হলেও শীঘ্রই ফাইন্ড এক্স২ তেও আসতে চলেছে ৬৫ ওয়াট সুপার ভোক ফাস্ট চার্জিং।
২০১৮ সালে লঞ্চ হয়েছিল অপো ফাইন্ড এক্স২। এই ফোনে প্রথম পপ-আপ ক্যামেরা মডিউল ব্যবহার হয়েছিল। এর পরে এই সিরিজে আর কোন স্মার্টফোন লঞ্চ হয়নি।
২০২০ সালের প্রথমার্ধে অপো ফাইন্ড এক্স২ এর হাত ধরে ফিরে আসছে কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ। নতুন ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট।
ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ ইভেন্টে এই ফোন গোটা দুনিয়ার সামনে নিয়ে আসতে পারে চিনের কোম্পানিটি।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল অপো ফাইন্ড এক্স২তে সনির লেটেস্ট ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চি OELD ডিসপ্লে।
যদিও অপো ফাইন্ড এক্স২ এর অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি।